আমি স্মার্ট হতে কী করা যায়?


 

  1. প্রথমত আপনাকে স্রোতের প্রতিকূলে চলতে হবে।
  2. অন্যের ভাবনা অনুযায়ী চলা যাবে না।
  3. নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে হবে।
  4. নিজেকে একজন আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
  5. যার-তার কথার ভিতরে বাম হাত ঢুকানো যাবেনা।
  6. অন্যের মন জুগিয়ে চলার প্রবণতা ত্যাগ করতে হবে।
  7. কালোকে কালো এবং সাদাকে সাদা বলার সাহস থাকতে হবে।
  8. কখন কোন কথাটি বলতে হবে তা রপ্ত করতে হবে।
  9. হিউম্যান সাইকোলজি এবং পাবলিক সেন্টিমেন্ট বুঝে ফেলতে হবে।
  10. অন্যের দোষ-ত্রুটি খোঁজা বন্ধ করে নিজের উপর সুনজর দিতে হবে।
  11. মাঝে মাঝে চুপ হয়ে যেতে হবে,আবার কখনো কখনো প্রবল আলোড়ন তৈরি করতে হবে।
  12. একই সাথে অন্যকে অ্যাপ্রিশিয়েট করার এবং একইসাথে অন্যকে বাঁশ দেয়ার দক্ষতাও নিজের মধ্যে গ্রো আপ করতে হবে।
  13. অন্যের সাথে কথা বলার ক্ষেত্রে চোখে চোখ রাখতে হবে।
  14. নিজেকে সর্বদা পরিপাটি এবং সুশৃঙ্খল করে গড়ে তুলতে হবে।
  15. যেকোনো কাজ টাইমলি শুরু করতে হবে এবং টাইমলি শেষ করতে হবে।
  16. আপনাকে স্মার্ট হতে হলে কখনো এক মুখে দুই কথা বলা যাবে না।
  17. একজন স্মার্ট মানুষ সবসময়ই দুর্বলের পক্ষে কথা বলেন।কাজেই এটিও মাথায় রাখতে হবে।
  18. একদম পরিশীলিত এবং শৈল্পিক বাংলায় কথা বলার দক্ষতা অর্জন করতে হবে।
  19. একজন স্মার্ট মানুষ তার দেশ এবং তার মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসা ধারণ করেন।
  20. স্মার্ট হতে হলে আপনাকে অন্যের ব্যাপারে মাথাব্যথা ও চুলকানি কমাতে হবে।
  21. একজন স্মার্ট মানুষ সর্বদা সত্যের সন্ধানে নিজেকে ব্যাপৃত রাখেন।
  22. অন্যকে আঘাত করে কথা বলার মানসিকতা পরিত্যাগ করতে হবে।

Comments