Bangla Times is a dynamic new online newspaper that provides the latest news and views from Bangladesh and around the world. Launched in 2022, Bangla Times has quickly established itself as a leading source of news and analysis for a growing audience of readers.
With a team of experienced journalists and editors, Bangla Times offers in-depth coverage of politics, business, technology, sports, entertainment, and more. Our goal is to provide accurate and reliable news that is relevant to our read
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
নিজের ব্যক্তিত্বকে কিভাবে আকর্ষণীয় করে গড়ে তুলবো
ব্যক্তিত্বের সাথে বুদ্ধিমত্তা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ব্যক্তিত্বকে আকর্ষণীয় করতে হলে তথ্য ভান্ডার প্রচুর সমৃদ্ধ করা প্রয়োজন।
পোশাক-আশাকে অত্যন্ত রুচিশীল এবং মার্জিত মনের পরিচয় দিতে হবে।
সর্বদা নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
কোথাও কোনো প্রোগ্রাম থাকলে কিংবা কোথাও উপস্থিত হওয়ার ক্ষেত্রে যথামথ টাইমে গিয়ে পৌঁছানো জরুরী।
নিয়মানুবর্তিতা এবং সময়ানুবর্তিতা মেনে চলতে হবে।
নিয়মিত সুগন্ধি ব্যবহার করতে পারেন।এতে করেও মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়।
ব্যক্তিত্বকে আরো বেশি আকর্ষণীয়,আরো বেশি আধুনিক করতে হলে শুদ্ধ এবং প্রমিত বাংলায় কথা বলা শিখুন।
সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে ফেলতে হবে।পুরনো পন্থা এবং পদ্ধতিকে আঁকড়ে পড়ে থাকা যাবেনা।
নতুন জেনারেশনের সাথে অলওয়েজ যোগাযোগ রক্ষা করে চলতে হবে।
কথাবার্তা সাবধানের সাথে বলতে হবে।শব্দ চয়ন এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
ব্যক্তিত্বকে আকর্ষণীয় করতে হলে মুখে অলওয়েজ একটি হাসি হাসি ভাব থাকতে হবে।
নিজেকে সর্বদা উদ্দীপ্ত,চাঙ্গা এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে।
যে কোন পরিস্থিতিতে এবং যেকোনো মানুষের ভিড়ে নিজেকে একাকার করে ফেলতে পারতে হবে।
ব্যক্তিত্বকে আকর্ষণীয় করতে হলে একজন ভালো বক্তা হওয়া খুবই জরুরী।এটি ভালো এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের একটি অন্যতম দিক।
আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং নিজেকে আরও বেশি স্মার্ট করতে হলে নিজেকে কোনো ঝামেলায় জড়ানো যাবে না।
কেউ আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে আসলে হাসি দিয়ে তাকে বিদায় দিয়ে দিন;কিন্তু তাকে পাল্টা আক্রমণ করতে যাবেন না।
অন্যের কথা মনোযোগ সহকারে শোনার মানসিকতা থাকতে হবে।কথার ফাঁকে ফাঁকে মানুষের সাথে সহমত পোষণ করুন।
তবে ব্যক্তিত্বকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য,আরও বেশি প্রখর ও মনোরম করার জন্য চাটুকারিতা এবং দাসত্বকে অবশ্যই বর্জন করতে হবে।
Comments
Post a Comment